কোনো দুঃখ নাই ভোরে ঘুম ভেঙে
ঘাস ফুল চোখে শিশির আনে
যত মৃত্যুতে আঁকে শূন্যতায়
এই উদ্যানই তার সব জানে,
পুরোনো লাটাই সুতোয় বাঁধেনা নীল চোখের
থাকেনা ঐ ঘোরে শুয়ে এক কল্পনা
ঘুম থেকে উঠবে না আকাশে উড়বে না
ভুলে যাওয়া বন্ধুটির পুরনো লাল ঘুড়ি।
কোনো দুঃখ নাই যদি ঘুম ভাঙে
এই উদ্যানে আয় সে সব জানে
কোনো শূন্যতায় আর কাটবে না
রিপনের বিখ্যাত সেই লাল ঘুড়ি।
কেনো বলতো না হৃদয় গহীনে
কি ছিলো বেদনার মোহ তার নীল রঙে
কতো বৃষ্টিতে রয়ে যায় তিক্ততায়
যদি এই বর্ষণে কারো ঘুম ভাঙে
কভু কল্পনায় কভু আনমনে আয়
এই উদ্যানই নাকি সব জানে
কোনো মেঘ বৃষ্টিতে আর ভিজবে না
ভুলে যাওয়া বন্ধুটি হাতাশার চোখ দুটি।