বাংলা কবিতা, ভালবাসা - ১ কবিতা, কবি আসমা অধরা - কবিতা অঞ্চল
3/5 - (1 vote)

ভালবাসা,
মানে শুধুই দাবদাহ
প্রচন্ড গ্রীষ্মের মত ।
অথবা শুধুই কুঁকড়ে যাওয়া
প্রচন্ড শীতের রাতে,
হীম হয়ে যাওয়া ক্ষত !

ভালবাসা,
মানে হঠাৎ হেসে ওঠা
হঠাৎ কান্না,
আদরর স্মৃতি রোমন্থন !
হাতড়ে দেখা নিজের মুখটিতে,
কখনো এঁকে দেয়া চুম্বন !

ভালবাসা,
মানে হঠাৎ চমকে ওঠা,
মনে হয় সেই মানুষটা
এই বুঝি কেটে গেল পাশ,
সৌরভে মাতিয়ে দিয়ে বাতাস !

ভালবাসা,
মানে হঠাৎ দৌড়ে গিয়ে
দরজা খুলে থমকে দাড়িয়ে থাকা ,
সিড়িতে ব্যাকুল দৃষ্টি রাখা ;
সিড়িঘরটার নিশ্চুপই পড়ে থাকা ।।

ভালবাসা,
মানে আর নেই, নেই বসন্ত;
মানে আর নেই, নেই রোদ ,
নেই শেষ বিকেল পড়ন্ত !

ভালবাসা,
মানে নির্ঘুম কেটে যাওয়া
রাতের পর রাত,
মানে ছুটেই যাওয়া
তোমার আমার হাত !!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments