4/5 - (1 vote)

অতন্দ্র নিশ্চল রাতের আঁধার,
দুহাতে সাঁতরিয়েও ভোর হয় না
অচেতনাবস্হায় মুখের উপর তুমিই ঝুঁকে ছিলে
কানে কানে ডেকেছো কেবল ‘মায়া ওঠো’ বলে বলে,
চোখ খুলতেই উধাও দিনের আলো।
পৃথিবীকে বুড়ো আঙুল দেখিয়ে
ভালবাসি বলে আমি চিত্‍কার করেছিলাম একাই!!
তবুও ক্ষুদেবার্তায় জ্বলে রইলো
আমার মতো পাকা খেলোয়াড় আর নাকি নেই!
সুধী সমাজ জানে, খেলোয়াড় মানেই বারবণিতা,
গণিকা বা বেবুশ্যের অন্য নাম।
হৃদয়ে ক্ষত নিয়ে নাকি কবি হয়েছিলেন হেলাল হাফিজ,
প্রেম প্রত্যাখ্যাত হয়ে সাধারন ছেলে হয়েছিল হিটলার,
আমি নাহয় ভালবেসে খেলোয়াড়!
তাই এখন আগুনমুখো জীবন আমার,
বিষে বিষে নীল হয়েছে গাত্র চক্ষু বর্ণ
জিভের ডগায় সবকিছুই তেতো লাগে,
আর বুকের ভেতর আগুন পুষি আমি।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
সুস্মিত
সুস্মিত
2 years ago

অধরা ম্যাডাম
সেই হয়েছে কিন্তু লাইন দুটো