আমার সৃষ্টির কলাকৌশল যতই রপ্তের চেষ্টা হোক আমি আমার ভাঙ্গা ঘরেই তীব্র আনন্দে ভাসবো।
ভাঙ্গা ঘরকে যত দামে উঠানো হোক না কেন?
আনন্দে ভাসবো আমার শখের ভাঙ্গা ঘর নিয়ে।
দুই পয়সার আলতা দিয়ে সাজাবো আমার পুতুলকে।
পুতুল বিয়ের আসর মাতাবে আনন্দঘন হৈহুল্লোরে।
আমার সৃষ্টি হবে আমার সুখ।আমার আনন্দ।
সে হোক না ভাঙ্গা মলিন কিছু।
আমি আমার ভাঙ্গা ঘরেই সুখনিদ্রায় নিমগ্ন রইবো।
ভাঙ্গা ঘরের ফাটল দিয়ে রৌদ্রআলো মাখবে আমায়।
আমি আমার ভাঙ্গা ঘরেই আনন্দঘন ছবি আঁকবো।
2023-12-17