অন্ধকারে হাঁটতে গিয়ে দেখতে পেলাম একঝাঁক নিশাচর পাখি উড়ে বেড়াচ্ছে দিক-বিদিক।
তার সঙ্গে শুনতে পাচ্ছি পাতার মর মর শব্দ।
বিড়ালের ঝগড়া করার গুঞ্জন শোনা যায় রাস্তার পাশের বাড়িটির ছাদ থেকে। দেয়ালের ফাটল দিয়ে বেড়িয়ে আসছে লাল রঙের পিপীলিকা।
অন্ধকারে খুঁজে বেড়াই একটু আলো।
আমার একাকীত্ব হয়তো ঢেকে যাবে এই আলোতে।
আলোয় খুঁজে ফিরি ভালোবাসার ঘ্রাণ।
এই অন্ধকারে আমি হেঁটে গেছি বহুবছর।
এই একাকীত্বের মাঝে কিছুই হয়তো চাওয়ার ছিলো না। অথবা কিছু পাবার।
তবুও এই একাকীত্বের অন্ধকার থেকে খুঁজে পাবো আলোর সন্ধান।আমার ঠিক এতটুকু আশা।
2023-12-17