এখন তোমাকে দেখলে তেমন কিছু মনেই হয় না –
খাটিয়ায় শুয়ে প্রেম, যেন যাবে অন্তিম যাত্রায়।
তোমার নিরন্ত নিঃস্তব্ধতা এখন আর মনে সয় না,
মোহিত প্রেম আজ ম্রিয়মান মোর অন্তরের বার্তায়।
সেদিনও ছিল দেখলে তোমাকে মন স্বপ্নালু হয়ে যেতো,
প্রেম ছিল দুর্মদ, দুর্মর এক অন্তহীন মাত্রায়।
তুমি দিতে না সাড়া যতটুকু হতো হতচকিত সেতো
আলেয়ার মতো পথভ্রষ্ট প্রেম যেন হামেহাল হাতরায়।
আজ বুঝেছি সৌন্দর্যে মোহিত প্রেম হলো কনকরঞ্জিত কাঞ্চনজঙ্ঘা,
যা শুধু নয়নমুগ্ধ, স্পর্শহীন এক রৌশন রঙা।
হৃদয় হ্লাদিত প্রেম হলো সন্দাকফু, এক মধুর রম্যস্থান,
যেখানে সমস্ত সুখ সৌন্দর্য্যের অনুভব সর্বদা বিরাজমান।।