3.5/5 - (2 votes)

থরে থরে দুর্গন্ধের ক্যানভাসে
গীতার সুগন্ধী শ্লোকের মতো
আমি কতিপয় জীবন আঁকি;

থানকুনি পাতার মতোন তাদের পিঠেএঁকে দেই
মৃত্তিকার সৌরভে মাখা মনোরম উল্কি;

আমার এ শিল্প কর্মের চারধারে রোপণ করি চাণক্য শ্লোক;
আর মাঝে মাঝে পূঁতে দেই চার্বাক দর্শনের বীজ;

এখানে আমি আরও আঁকি কয়েকটি শকুন,
শকুনী মামা আর দুর্যোধনের পরামর্শ কেন্দ্র;
আর এক প্রান্তে রোপণ করি একটি বোধি বৃক্ষ!

এখানে একটি যমুনা খনন করি
আর সৃজন করি একটি বৃন্দাবন!

শিল্পকর্মটির এক পাশ আঁকি কুরুক্ষেত্র
অন্যপাশে কারবালা
মাঝখানে প্রবাহিত করি শাত-ইল-আরব;

এখানে একটি স্বর্গ নির্মাণ করি আমি
আর একটি জান্নাত;
একটি রৌরব আর জাহান্নাম নামিয়ে আনি
পারলৌকিক জগত থেকে;

সবশেষে শিল্প কর্মটির শিরোনাম লিখতে যেয়ে
লিখে ফেলি –জীবন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments