বাতাসে কেবল ওড়ে
আঁধারের ঘ্রাণ
বোঁটা থেকে খসে পড়ে রাত
জামার বোতাম
পাকা মেঝেতে
পড়ে
হারিয়ে গেছে অবাঞ্ছিত
আসবাবের ভিড়ে
বাতাসে কেবল ওড়ে
আঁধারের ঘ্রাণ
মগজের কোষে
স্মৃতির চিত্রলিপি
ঝড়ের রাতে
জোছনা কুড়ানো
জানি এক পাগলামি
কী করি বল!
তোর কথা যে
বার বার মনে পড়ে ।