4.3/5 - (3 votes)

কোথায় গেল দুধের সরের মতো সেই প্রলুব্ধ সকাল

এখন আমার দুয়ারে কড়ানাড়ে
কবর আর শ্মশানের সমষ্টিক হাহাকার,
সন্ত্রস্ত ভোর;
হায়! কোথায় গেল দুধের সরের মতো আমাদের সেই প্রলুব্ধ সকাল!

বাতাসে লেপ্টে আছে বেদনার গাঢ় গন্ধ
জমিনে জায়গা নেই
স্বজন হীন মৃতদেহ পড়ে থাকে ফুটপাতে
সমাধি হচ্ছ আজ কুকুর ও শিয়ালের উদর;
ঈশ্বরের নরককুণ্ড ছড়িয়ে পড়েছে আজ
পৃথিবীর বুকে;

সপ্ত দোজখে জ্বলছে
তামাম জাহান;
রাত যেন এনাকোণ্ডা
দিনগুলো ক্ষুধার্ত নেকড়ের পাল!

এই দানবীয় দিনের অবসানে
ভালোবাসায় ঘনত্ব আনো;
এই শকুনী সময় তাড়াতে ভেঙে ফেল বৃত্তের বেড়া
মানবতা মুক্তি পাক
সাম্প্রদায়িক বন্দি দশা থেকে।
৭.৫.২০২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments