তুই মায়াবী, তোর মায়ায় আটকে যায় দুচোখ,
প্রশংসার ভাষা খুঁজে পায় না আমার মুখ।
তোর কার্ণিশে নয়নতারা ফুলের টব, বাতাসে দুলছে গোলাপি, সাদায় সেই ফুল-
মানুষ না হয়ে যদি ওই নয়নতারা ফুলের গাছ হতাম তোর কতই না আদর পেতাম,
তুই আগলে রাখতি, নিয়ম করে যত্ন করতি।
এসব ভেবেই দিন কেটে যায়, রাত্রি হয় ভোর,
তুই আমার সব হলেও, আমি তোর পর।
তোর দুয়ারে খিল আটানো,
তবুও আমি অপেক্ষায় বসে রই।
ফুরিয়ে গেলে অপেক্ষার পালা, বলবি না তো আমি তোর কেউ নই?