আজ-কাল একদমই কিছু ভালো লাগে না, সারাদিন বসে থাকি শোকের ভিতর
পাশের পাড়াতে আদিবাসী সম্প্রদায়ের মাঝি, মুণ্ডার দল মাঠ থেকে ফিরে গোধূলির আকাশে গান ধরে
হুহু করে বাতাসে ভেসে আসে তার মিষ্টি সুর। আমি বাতাসে কান পেতে শুনি,
রাত্রি ঝিমিয়ে আসে যত, সুগভীর মায়ায় জড়িয়ে পড়ি এবং
আমার নাভিকুণ্ডলী থেকে ভেসে আসে ভালোবাসার গন্ধ, ভালোবাসার
গন্ধে আমার মাথার ভিতর চোদ্দ হাজার উইপোকা কিলবিল করে ওঠে তৎক্ষণাৎ নাটকের পোশাক খুলে বসে পড়ি ক্ষতর কাছে।
কোনো এক সময় মা মনসাদেবীর বিষধারী এক কন্যা বুকের বাঁ স্তন
পান করে করে বড় হয়ে উঠেছিল আমার ভিতর
2022-07-26