পৃথিবীর সমস্ত প্রান্তে আমাদের, উৎসবের ফুল ঝরে পড়েছে
আর একটিও ফুল অবশিষ্ট নেই এবং আমার ‘পা’
পিছলে যাচ্ছে অন্ধকারে আর আমি
আরো বেশি
ভোট দিচ্ছি অন্ধকারকে, আর পুড়িয়ে মারছি নিজেকে
সেহেতু, প্রতিনিয়ত জয়ী হচ্ছে আত্মহত্যার বিষাদ সংবাদ
ভাগ হচ্ছে পৃথিবী, একপাশে তুমি একপাশে আমি
তোমাকে পাওয়ার জন্য, সরকারি চাকরি থাকাটা বাধ্যতামূলক
তোমার বাবার কথাটি সমর্থন করছি ঠিকই
তবে
আমি আজ কাল একদম পছন্দ করছি না, আমার গরির, মধ্যবিত্ত, পর্যায়সারণীকে