মৌমিতা,
তুমি প্রত্যাখ্যান করেছিলে বলে,
সদ্য যৌবনস্নাত ছেলেটি যুদ্ধে গিয়ে আর ফিরে আসে নি!
তুমি প্রত্যাখ্যান করেছিলে বলে’ই
পলাশীর প্রান্তরে যুদ্ধরত পরাজিত সৈনিকেরা আমার মতো হেসে উঠে বলে নি-
আমি তোমায় ভালোবাসি!
তুমি প্রত্যাখ্যান করেছিলে বলে’ই
ট্রোজান যু্দ্ধ দশবৎসর অব্ধি প্রশস্ত ছিলো
তুমি প্রত্যাখ্যান করেছিলে বলে’ই
ট্রয়নগরী মুখথুবড়ে পরেছিলো
সময়ের এ্যাশট্রেতে
তুমি প্রত্যাখ্যান করেছিলে বলে’ই
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘঠিত হয়েছিলো!
তুমি প্রত্যাখ্যান করেছিলে বলেই
পৃথিবী এখনো ঘুরছে ভীষণ ভুল পথে!
পৃথিবীর মতো তুমিও হাতে হাত রেখেছিলে ভুল হাতে!
তুমি প্রত্যাখ্যান করেছিলে বলেই
সাগর জানে না তার কত পিপাসা
তুমি প্রত্যাখ্যান করেছিলে বলেই
তোমাকে দু’চোখ ভরে দেখার পিপাসায় পিপাসিত
2021-09-22