তুমি কখনো পাহাড় চূড়ার আদিম বৃক্ষ দেখো নি,
রাতের ত্রিপ্রহরের নিঃসঙ্গ চাঁদটাকেও তুমি দেখো নি।
সচ্ছ জলের জলপ্রপাত তোমায় আকৃষ্ট করতো ঠিকই,
কিন্তু কখনো সে জলে তুমি চরনযুগল স্পর্শ করো নি!
মধ্য রাতের চাঁদের ভিতর চন্দ্র বিন্দুটাকে তুমি খুঁজেছো ঠিকই
কিন্তু পাও নি।
ঘোরতর অন্ধকার নিশুতিতে একটু আবছা আলোর প্রত্যাশায় লন্ঠনের আলো ঠিকই জ্বেলেছো,
কিন্তু ভয় তোমার কাটেনি।।
তুমি তো রোজই ঘুমের ঘোরে সব ছেড়ে হারিয়ে যাওয়ার পথ খুঁজতে বের হও।
কিন্তু পথ তোমায় পথের পথিক করেই রেখেছে।
তোমার ভিতরে নিঃসঙ্গ এক মানুষ।
নিঃশব্দে কেঁদে কেঁদে উঠে।
কিন্তু সে আর্তনাদ ধ্বনি কেবল তুমিই শুনতে পাও।
2021-10-04