Review This Poem

তবে, তুমি কি ঝরে পরা বৃষ্টির ফোঁটা?
তুমি কি স্পষ্ট বুঝতে পারো?
-আমি অপেক্ষায় আছি!
তবে, কেন দূরে থাকো?
এক পশলা বৃষ্টিতে অথবা মায়াবী জোৎস্নাত রাতেও তুমি দূরূত্ব মাপো!
অথচ আমি চাই –
উত্তপ্ত গ্রীষ্মের চৌচির পথে হলেও তোমার সাথে আমার দ্যাখা হোক।
এবং সহসায় !

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments