Review This Poem

হারাতে পারো প্রিয়তমা,হারাবে সঙ্গী-সাথী;
হারাবে হয়তো বাবা-মাকেও, হারাবে বংশজাতি।
ভাঙতে পারে স্বামী-স্ত্রীর ভালোবাসার ঘর;
আপন ছেলে বাবা পেলে হতেও পারে পর।
জীবন যাত্রায় পিছলে পরায় দুশমনের হাততালি;
কাজের চাপে হাত-পা কাঁপে, অফিসারের গালি।
অপমানের ঢেউয়ের থাবায় ভাঙবে মনের কূল;
মনে হবে বেঁচে থাকাই যত কষ্টের মূল ।

দফায় দফায় আসুক তুফান,থাকতে হবে টিকে;
সতর্কতার চক্ষু নিয়ে ছুটবে জয়ের দিকে।
নিঃস্ব হয়ে বসে থাকতে জন্ম তোমার নয়;
বিশ্ব জয়ে জন্ম তোমার ধ্বংস করে ভয়।
মনোবলকে অটুট রেখেই ঝাঁপিয়ে পড়ো এবার;
দুনিয়াকে দেখিয়ে দাও তোমার আবিষ্কার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments