পেটের ক্ষুধা নয়তো ক্ষুধা, ক্ষুধায় বিভোর মন।
আবেগী মনের লোভী ক্ষুধায়, ব্যস্ত প্রতি জন।
শহর জুড়ে ব্যস্ত মানুষ ছুটে ক্ষুধার প্রতি।
ভিন্ন জনের ভিন্ন ক্ষুধা ভিন্ন রকম গতি।
নেতার ক্ষুধা নেতৃত্ব তাই সম্মান খুঁজে ফুলে।
ধনীর ক্ষুধা চক্রবৃদ্ধি কাঙালের ছাল তুলে।
চোরের ক্ষুধা চুরির পণ্য, খুনির ক্ষুধা খুনে।
উকিল বাবু ক্ষুধা মেটায় ঘুষের অর্থ গুনে।
বাড়ি, গাড়ি, ধন-দৌলতের ক্ষুধায় ছুটে কষে।
কলম অস্ত্রে চলে ডাকাতি উচ্চ-সিটে বসে।
ঘুষের অর্থে মেটায় স্বার্থ ন্যায়-লঙ্কারের বেশে।
টাকা যাদের চাকরি তাদের জ্ঞানী বেকার দেশে।
ভোগ বিলাসের ব্যার্থ চেষ্টা, আপন স্বার্থ তরে।
নারীর ক্ষুধায় মগ্ন দেশটা, পাপে গেলো ভরে।
মানুষ জাতির ক্ষুধা বিপুল মিটবে না তা কভু।
সোনার বোঝা মাথায় দিলেও ক্ষুধা থাকবে তবু।