অনেক ভালোবাসি বলে
কোথায় রেখেছো আগলে
জানো কো গহীনেরও শেষ তলে
নাফরাতের্ পৃথিবী নাগাল পাবে না
লুকিয়ে রেখেছি অনেক শব্দ
চোরাবালির মতো
মেখে দেবো ছুঁয়ে গেলে
বালিশে ঠাসা আদর
এরা বুঝবে না
কারুর বুঝতেও হবে না
ঐ দ্যাখো সবুজ আর সবুজ
মাথার উপর ক্ষীণ রোদ
হরিণী জানে হরিণীর কদর
খাঁচায় ভরতে চাই?
ভরে দেবো আমি ভালোবাসার নালিশে
ভয় পেয়োনা অশ্বমেধ ছুটছে
বিজয়ী হবো অবশেষে!