5/5 - (1 vote)

তুমি জানো আর না জানো

জানে বয়ে আসা হিমেল বাতাস

তুমি মানো আর না মানো

মানে ফেলে আসা ইতিহাস

সুদূর দক্ষিণ হতে উদ্ধার করি ভাষা,
কাউকে পড়তে দেবো না বলে

উত্তরের হিসেবি ব্যবসাতে শুধুই বাস্তবতা

অস্তমিত আলো ফিকে হতে বেশি দেরী নেই

বাকি আছে অশ্রুসজল

সমানুভূতি এখনোও শুস্ক থাক
উর্বরতা পাবে উদিত নতুন আকাশে

সহানুভূতি আর তোমার না জানা গাঁটছড়া বেঁধেছে
সেই কবে

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments