4.3/5 - (3 votes)

বহুদিন পর তাড়ি খেয়ে নিজেই নিজের হাড্ডি চিবুই
ঈশ্বর সামান্য চেয়েছিলো দেইনি বলে নিভিয়ে দিলো তার আকালিক আকাশপ্রদীপ।
আমি আঁধারে রাত্রির মাই চুষে
মাটি,কাঁদা,বীর্য করি একসাথ- রাজপথ করি উজ্জ্বল
মন্দাকিনী বয়ে গেলো সাবিত্রীর নাভীর নিচে দিয়ে
আমি আক্ষিক নিয়ম-নীতি ভুলে গিয়ে এখানে-ওখানে চুমু খাই তার।
তার বুকে ঝুলছে দু’টি আপেল ফল
আপেল ফাঁদে পা দিয়েই আজ আদমের পৃথিবী।
ব্যক্তিগত আক্রোশ ধুয়ে নিই সাবিত্রীর পবিত্র বীর্যে।
গলাজলে ডুবে মরুক কবিরা
এ জীবনে প্রেম নয়
মৃত্যুবধি লিখে যাবো হাংরি বুলেটিন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments