4/5 - (1 vote)

আমাদের বিচ্ছেদ হয়নি কখনোই,
হয়েছে তোমাকে ছোঁয়া বারন,
হয়েছে তোমার হাত ধরে অশহুরে ভালবাসার অভিমান,
হয়েছে তাদের মত বিনিময়ে আদান প্রদান,
হয়েছে তোমার হাসির-ছটা,
উৎসব গড়িয়ে বিকেল হয়েছে,
ঠোঁট ঠোঁট রেখে ভালবাসার অধিকারের বিচ্ছেদ হয়েছে, তুমি রয়ে গেছো অনেক গোপনে আমার সঙ্গে অনেক নীরবতার সাক্ষী হয়ে।

অনেক ‘না’ এর বিচ্ছেদ হয়েছে, এই যা।

তোমার শেষ চুমুই আমাকে করে তুলেছে কঠিন নিরবচ্ছিন্ন।
হয়তো ‘মৃত্যু’ নয়তো, ‘আলাদা’।
বারামখানা-র দরজা বন্ধ হয়ে গেছে,
তবুও বলব আমাদের বিচ্ছেদ হয়নি কখনোই,
তুমি লেগে আছো আমার চোখ জুড়ে,
বা হাতের প্রতিটি আকুতি নিয়ে,
জড়িয়ে আছো আমার সমগ্রঃ জুড়ে।

তবুও ঈশ্বর আমাদের সামাজিক বিচ্ছেদ ঘটিয়েছে বহুবারই মনাস্টেরিটি ভেঙে আমরা মিলিত হয়েছি অসংখ্য বার।
আমাদের বিচ্ছেদ এর বয়স! কত কাল?
তোমার চোখে যতদিন,
শ্রাবন ততদিন বিচ্ছিন্ন প্রতিসাম্য সিমেট্রি পাবেন এই ভালবাসা।

তবুও ভালবাসি প্রিয় “রাজকীয় মৌনতা”।
আমাদের বিচ্ছেদ হয়নি,
হয়েছে প্রথাগত সমাজতন্ত্রের সংজ্ঞা।
হয়েছে তাদের মানষিকতা তে পোষা বেড়ালটির খেয়ালের।

লেখাঃ- চন্ডাল
স্বত্ত্ব- প্রিয়।
তাং-২৮/০৬/২১ ইং

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments