অনেক কিছু বলতে ইচ্ছে করে-
কীভাবে ঘুড়ি উড়ে যায়
রেশমি সুতোর মায়া ছেড়ে,
কীভাবে নদীদের নাম হয়
আশ্চর্য জাদুর অক্ষরে।
কীভাবে কত ক্ষতের দাগ
লুকিয়ে রাখে ব্যস্ত অন্তপুর,
কীভাবে আপনার চুলে-
বিনি কেটে বসে থাকা
এক কোটি হলদে দুপুর।
অনেক কিছু বলতে ইচ্ছে করে-
কীভাবে ঘুড়ি উড়ে যায়
রেশমি সুতোর মায়া ছেড়ে,
কীভাবে নদীদের নাম হয়
আশ্চর্য জাদুর অক্ষরে।
কীভাবে কত ক্ষতের দাগ
লুকিয়ে রাখে ব্যস্ত অন্তপুর,
কীভাবে আপনার চুলে-
বিনি কেটে বসে থাকা
এক কোটি হলদে দুপুর।