বাংলা কবিতা, নিঃশব্দের কবিতা কবিতা, কবি অর্ক চক্রবর্তী - কবিতা অঞ্চল
2/5 - (1 vote)

রাত্রির আকাশ এতো বিষাদময়?
অবলীলায় ছুঁয়ে ফেলে শীতল শরীর!
রজনীগন্ধারা জেগে থাকে,
পাখিরা খুঁজে ফেরে নিজস্ব নীড়। 
টিনের চালে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি ঝরে,
শিশির লেপটে থাকে ভেঁজা ঘাসের গন্ধে।
নিশুতিরা ডেকে যায়,
নক্ষত্ররা জেগে থাকে, নিঃসন্দেহে ? 
রাত্রির ব্যাপ্তি কতদূর?
কতদূরই বা শোনা যায়-
অন্ধকারের অপার্থিব সূর?

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments