একটি কবি আঙুল চোষে
দারুণ ক্রোধে, দারুণ রোষে।
একটি কবি ভোগাস লেখে,
কখনো সোজা, কখনো বেঁকে।
একটি কবি একলা ভীষণ,
নিজের দেশে, তবু প্রহসন।
একটি কবি গাঁজায় মজে,
বেশ্যালয়ে, ফ্রয়েড খোঁজে!
একটি কবি লেনিন ভক্ত,
শরীরে তার শীতল রক্ত।
একটি কবি নকশাল শালা!
বলে, “পূঁজিবাদে আগুন জ্বালা”!
আরে, “আগুন ফুরিয়ে গেছে”,
কাঠিবিহীন নষ্ট ম্যাচে।
একটি কবি মরবে ফাঁদে,
পড়বে ঝুলে কিংবা খাদে!
সেরা!