কাল বৃষ্টির পর তোমায় দেখেছি
হলুদ আকাশের বিচ্ছিন্ন মেঘেদের মতোন
সাময়িক উত্তেজনায় ।
যেন সবুজ পাতাদের সাথে ভীষণ আলিঙ্গনে জাপটে ছিলে,
নীড় ভেঙে যাওয়া উদবাস্তু পাখির মতোন!
সাদা পায়ের উপর যেন একবার দেখেছিলাম-
ইতস্তত রূপোর ঝলকানি,
অথবা ক্লান্ত চোখের কোণে উজ্জ্বল নক্ষত্রদের খেলা!
তবু্ও জানি, সবকিছুই অপভ্রংশ
একলব্যের মতোন অনার্য!
এইসবই আমার কাছে প্রিয়
গাছের কাছে যেমন সূর্য।
অন্তরীণ স্বপ্নের ভিতর বিহব্বল চেয়ে থাকা
হেম-রাজ্যের মতোন অতি আশ্চর্য!
কাল বৃষ্টির পর তোমায় আবার দেখেছি
যদিও স্পর্শ করেনি উশৃঙখল আঙুল ,
আসলে সবকিছুই নিরর্থক
বটের ডালে বাড়তে থাকা ব্যার্থ প্রসূনের ফুল।