বাংলা কবিতা, অতন্দ্রিতা, তোমার জন্য কবিতা, কবি অর্ক চক্রবর্তী - কবিতা অঞ্চল
3.5/5 - (4 votes)

তুমি ভীষণ স্বাপ্নিক
বার বার বেজে ওঠো তীব্র ঝংকারে
আমার প্রত্যাখ্যাত বুকের ভীতর-
তুমি ভীষণ শুভ্র
হঠাৎ স্পর্শে জাগিয়ে তোলো ঘুমন্ত শহর।

চাঁদের ছায়ায় যখন
দূর থেকে দূরে
পথভ্রষ্ট যাযাবর ভ্রাম্য বসত গড়ে
আমার মন
তখন তোমার স্বপ্নে গুমড়ে গুমড়ে মরে-
এই বিষাদে জেগে থাকি ভীষণ চুপিসারে
এই বিষাদে চেয়ে থাকি তীব্র অন্ধকারে।

আমার পথের ধারে কাঁটা বিঁধে
উর্বর গণিকারা বন্ধনে প্রতিবার সাধে
তবু আমি ছুটে যায় সেই অনিশ্চিত পথে
যেখানে শুধু তুমি, তুমিই অধিষ্ঠিত
আছো পুরাতন শিল্পের সাথে।

তবু তুমি দেবী নও
তুমি সেই দূরাগত নদী
যাকে ছুঁয়ে দেখবোনা কোনোদিন
বয়ে যাবে হৃদয় অন্তস্থলে
হে ভাগ্যবতী।             

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments