4.8/5 - (9 votes)

তোমার খেয়ালে খেয়ালে ভেসে চলা,
খেয়ালে বেখেয়াল;
তোমার খেয়ালে খেয়ালে হাসি অযথা,
আমি বেসামাল।

তোমার খেয়াল জুড়ে আমি,
নাকি আমায় জুড়ে খেয়াল;
তোমার খেয়াল বড্ড জেদি,
তার ভালবাসার হরতাল।

আমার খেয়ালে তোমারি,
আছে বড্ড আনাগোনা;
তোমার মনের দেয়ালে কী,
আমার খেয়ালের ভাসা মানা!

তোমার খেয়ালে খুইয়ে খেয়াল,
বেখেয়ালি আমি বেখেয়াল;
অনুভূতির খেলাঘর মনের পিঞ্জিরায়,
বাসা বেঁধেছে তোমার খেয়ালের দলবল।

গানের সুরে,সুরের ভীড়ে,
ছুঁয়ে বেড়াই তোমার খেয়াল;
নিদ্রা কেড়ে,স্বপ্ন জুড়ে,
উড়ে বেড়ায় তোমার খেয়াল।

তোমার খেয়ালে খেয়ালে ভেসে চলা,
তোমার খেয়ালেই দগ্ধ;
তোমার খেয়ালে খেয়ালে ছুটে চলা,
তোমার খেয়ালেই আবদ্ধ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments