একদিন তোমাকে ভালোবাসবো বলেই-
নিজেকে পুড়িয়ে যত্নে রাখি।
তোমার সাথে মুষ্টিমেয় কথা বলার জন্য ছুটে যায়-
ব্রহ্মান্ডের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত।
তোমার সৌন্দর্যার মায়া অনায়াসে হারিয়ে ফেলবে
এই পৃথিবীর যে কোনো নারীকে।
ওই কাজল কালির চোখের দিকে চেয়ে
যে কোনো পুরুষ,মৃত্যু পথযাত্রী হয়েও ফিরে আসতে পারে।
একদিন তোমাকে ভালোবাসবো বলেই-
ভোরের অন্তিম অন্ধকার হয়ে অপেক্ষা করেছি।
ছাদের নিরালায় একাকী বসে পূর্নিমার লাজুক
চাঁদ কে জানিয়েছি তোমার কথা।
আমি নিজের অগ্নিস্বরূপ জেদ কে শান্ত করেছি।
একদিন তোমার প্রেমিক হয়ে উঠবো বলে।
কারো প্রেমে পড়লে মানুষ,লোভী হয়ে যায়।
প্রিয়মানুষটির কাছে অধিকার দেখানোর চেষ্টা করে।
তোমার অমরত্তের ভালোবাসার সামনে মৃত্যুকে ছোট মনে হয়।
এই শতাব্দীতে যদি না হয়….
পরের জনমে তোমাকে আবার ভালোবাসবো বলেই-
এই জন্মে আমি মৃত্যুকে বরণ করেছি।