ঘৃণা_করো
তোমার শহরে বৃষ্টি ছুঁড়ে দিয়ে চোখের
কোনে জল নেই তো আর।
কাক ডাকছে আমার আকাশ ছেঁয়ে
বলছে কেউ আসছে দিতে মৃত্যু উপহার।
কাকপক্ষী জানে না এত কিছু
মৃত্যু তো শরীর জুড়ে হয়।
তুমি যাবার পর মারা গেছি আমি
আমার আবার কিসের মৃত্যু ভয়।
প্রহেলিকাকুঞ্জের আলোকবর্ষ দূরে
নতুন মানুষ খাওয়ায় ইলিশ ভাপা?
কাঠগুদামের গোলাপগুলো আজও
নেতিয়ে পড়েছে পায়নি বলে তোমার শূন্য খোঁপা।
শুনলাম,তোমার প্রিয় নাকি আমার মতো ভালোবাসে।
স্বপ্ন দেখায় তর্জনী মধ্যমা করে এক হাতের আঙ্গুলে?
ও বুঝি,সুযোগ পেলে জাপটে ধরতে আসে।
নাকি দেয় এক নিমেষে ব্লাউজের সব হুক খুলে।
আমি বুনোহাঁসের মতো পরিযায়ী
উড়তে পারি না শরীর ভর্তি চোট।
এখন অন্য পুরুষ আঁচল টেনে তোমার
চেপে ধরে পরিচিত ঈষদুষ্ণ ঠোঁট।
তুমি এমন ঘৃণিত প্রেম নিয়ে নতুন প্রেমিককে
যদি চিরবসন্ত হয়ে ভালোবাসতে পারো।
আমার আকাশের মৃত্যুকামী তারা হয়ে
আমায় তুমি ঘৃনা করো, ঘৃনা করো।