অভিমান
তোমার জন্য বাঁ বুকের জমিটা ফাঁকা রেখেছি,কোন একদিন ভালোবাসা বুনবো বলে।
তোমার জন্য গুটিকয়েক গোলাপ চারা লাগিয়েছি ভালোবাসা গণতন্ত্রে বিলাবো বলে।
তোমার জন্য এক সমুদ্র নীল আকাশ কিনেছি সকল পাখিকে সাত বন্ধনে আবদ্ধ করব বলে।
বাসার পাখি অভিমান করে ছেড়ে গেলে গোধূলি রাতে আবার ফিরে আসে।
কিন্তু আফসোস,তুমি এলে না।