১.
মা তুমি নও শুধু কালী
কখনও তুমি হও পিনাকী
কখনও তুমি হও লক্ষ্মী।
মা তুমি নও শুধু শ্যামা
কখনও তুমি হও সীতা
কখনও তুমি হও রাধা।
মা তুমি নও শুধু দেবী
কখনও তুমি হও অগ্নি
কখনও তুমি হও বারি।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩/১/২০২৪
২.
ও আমার কালী
কখনও তুমি হও ভবানী
কখনও তুমি হও ষোড়শী
কখনও তুমি হও শূলিনী।
ও আমার কালী
কখনও তুমি হও গায়িত্রী
কখনও তুমি হও শ্রীময়ী
কখনও তুমি হও মাতঙ্গী।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১/১/২০২৪