ঈশ্বরকে যে ভালোবাসে
তার উচিত পৃথিবীর সকল মানুষ
সকল পশুপাখি
সকল কীটপতঙ্গ
সেই সাথে সকল জড়বস্তুকেও ভালোবাসা।
শুধু ঈশ্বরকেই ভালোবেসে গেলাম
আর তাঁর সৃষ্ট কোনোকিছুকেই ভালোবাসলাম না
এমনটি করলে ঈশ্বর খুশি হন না।
তাই তো ঈশ্বরকে ভালোবাসার সাথে সাথে
তাঁর সৃষ্ট সবকিছুকেই ভালোবাসতে হবে
তবেই তিনি ভক্তের ভালোবাসায় সন্তুষ্ট হবেন।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭/৮/২০২৪