তার সাথে আমার সম্পর্ক কি ?
আমাদের বোঝাপরা কোথায় ?
একটু একটু টানে এক পৃথিবী পার হয়ে যায়
আমাদের সময় !
আমি তাকে ধরতেও পারি না ছাড়তেও পারি না !
তবে আমার আক্ষেপ কি ?
না, আমার তো কোন আক্ষেপ নেই !
শুধু ভীষণ চাওয়ার মাঝে একটু একটু করে
হারিয়ে যায় আমার চাওয়া টুকু !
ভুল ?
হয়তো আমার শহরে তুমিই একটা ভুল !
তবুও আমি একটা ফুল ভালোবেসে যাই !
তবুও আমি একটা কাক হয়ে যাই !
জানো তো এখন আমার কাক হতে
আমাদের প্রয়োজন পরে না !
আমি একলাই উড়তে পারি –
কারণ এই শহর আমার ।
আমি এই শহরের ঠোঁটেই চুমু খাই,
চুমু খাই আমি একলা চলা একলা ঠোঁটে !
এখন আর আমার দরকার হয় না –
একটা বয়স বাড়ে না পৃথিবীর বুকে !
2019-12-25