তোমাতে দেখি নিয়ন আলোর শরির
শহরময় জনতার অবোধ আচরন ।
কে বা রাখে কার খবর !
রাত্রিবিলাশ চৌকাঠ শুনশ্বান পথঘাট,
আভছা হলুদ আলোই দেখি তোমার চাহনি ।
তোমাকে খুঁজতে খুঁজতে আজ আমার
হারিয়ে ফেলা নিথর দেহ ।
তুমি সেদিন কথা দিয়েছিলে ফিরে আসবে,
চৌরাস্তার বুকে ।
আরও একটি বসন্ত পার হয়ে গেছে,
সবুজ হারিয়েছে বৃক্ষ,
তুমি আজও আসনি ।
আজও তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে,
সেই কৃষ্ণচুড়া বৃক্ষ ।
অপেক্ষায় হারিয়ে যাচ্ছে তোমার না দেখা কিশর ।
তবুও !
তোমাতে মিশে যাওয়া নির্বোধ স্বপ্ন
আমাতে মিলেমিশে একাকার হচ্ছে ।
আজও রাস্তাময় অপেক্ষায় নিয়ন আলোর
মিছিলে গল্প বলে যাচ্ছে তোমার না ফেরার ।
তবুও তুমি আসনি ।
2019-12-31