নরকের বুকে ডেকেছি অবরোধ ;
সকল দ্বার শিকলে তালাবদ্ধ।
হাসনাহেনা জানে আমায় ;
কুয়াশার ক্ষীণ শব্দ চেনে আমায়।
আমি নরকের অনলে পুড়েছি,
ছাই হয়েছি কাষ্ঠের ন্যায়।
পিচঢালা মার্গ দেখেছে আমার,
সেন্ডেলের বুকে ক্ষত;
ক্ষয়ে যাওয়া চামড়ার ঘর্ষণ।।
ঘুটঘুটে কালো যামিনী শুনেছে আমার ক্রন্দন;
দেখেছে অশ্রুর ধারা;
নেত্র তলে বসে যাওয়া কালো দাগ।
অনেক হয়েছে!
এবার আমি স্বর্গের টিকেট চাই ;
স্বর্গের দুয়ার উন্মুক্ত কর।