কৃত্তিম পণ্যে ফুটপাত সয়লাব ;
প্রতিযোগিতার তুমুল ভির।
অবিশ্রান্ত পদতলের ঘর্ষণ ;
পিচঢালা রাস্তায় বাড়ে উত্তাপ।
যানের পিছনে যান হনহন ধ্বনি ;
বিষিয়ে তুলেছে নিঃশ্বাস।
বিহগেরা ডানা ঝাপটায়;
প্রাণরস নেমেছে শূণ্যের কোটায়।
প্রখর রবির তাপ অসহনীয় ;
চামড়া সেকে ঝলসানো রুটির মতো।
ঘর্মাক্ত শরীর কটু ঘ্রাণের নীড়;
তবু অশ্বের ন্যায় জনতার ধাবিত হওয়া।
অবশেষে স্বস্তির বায়ু;
জিমূতের আস্তরণে ঢাকা পড়েছে গগন।
রুক্ষ মরুভূমির বুকে নেমে এলো এক পশলা বৃষ্টি;
প্রতীক্ষার এক পশলা বৃষ্টি!!