তুমি নেই বলে,
মায়াবী জ্যোৎস্না ঢেকেছে, মেঘের আড়ালে।
তুমি নেই বলে,
সবুজ অরন্যের বুকে, দাবানল জ্বলে।।
তুমি নেই বলে,
কবিতারা আজ নিষ্প্রাণ, ছন্দহীন।
তুমি নেই বলে,
খরস্রোতা নদীটাও আজ, গতিহীন।।
তুমি নেই বলে,
বসন্তে ফুটেনি, বাহারি রঙিন ফুল;
তুমি নেই বলে,
পথহারা নাবিক, পায় নি নদীর কূল।
তুমি নেই বলে,
স্থবির মন আজ, বড় চঞ্চল ;
তুমি নেই বলে,
হৃদ বিল শূন্য, ফুটেনি রক্ত কমল।।
তুমি নেই বলে,
ব্যথায় নীল, জোড়াতালি দেয়া প্রাণ;
তুমি নেই বলে,
কণ্ঠে তুলেছি, ছন্দ ভাঙার গান।।
তুমি নেই বলে,
হৃদয়ে হতাশার বীজ, করি চাষ;
তুমি নেই বলে,
আমার ভেতর, একাকীত্বের বাস।।
2020-12-30