1.6/5 - (5 votes)

 

জোছনার আলো প্রতিফলিত হয় কাঁচের জানালায়;
বিছানায় ছড়িয়ে থাকে আমার ঘুম;
অহনায় ত্বকে ভিরে মিষ্টি কিরণ;
দিবাকর চেনে আমায়!
আমি যে আলসে প্রচন্ড কুঁড়ে,
তাইতো তার এমন কারসাজি।।

বিহগের কাছেও আমি কৃতজ্ঞ;
রব চলে তার ক্রমাগত বিরামহীন;
আমার নিদ্রা অবসান হয় তার হস্তক্ষেপে।
মুহুর্তে অপ্রসন্নতার আবছায়া পরিলক্ষিত হলেও,
রেশ কাটলে পরক্ষণেই অভিবাদন জ্ঞাপন করি।।
ভেবে পুলকিত হই! কেউ তবে আছে ।

 

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments