একটা তোমার অপূর্ণতা,
শিখিয়েছে অপেক্ষার মানে;
একটা তোমার অপূর্ণতা,
সহসা আমায় পিছু টানে।।
একটা তোমার অপূর্ণতা,
মরনের জাগায় তিক্ত স্বাদ;
একটা তোমার অপূর্ণতা,
আমায় করেছে বড্ড উন্মাদ।।
একটা তোমার অপূর্ণতা,
মননে করেছে আঁধারের সঞ্চার;
একটা তোমার অপূর্ণতা,
ডুকরে কাঁদায় বারবার।।
একটা তোমার অপূর্ণতা,
চঞ্চল মনকে করেছে অনুগত;
একটা তোমার অপূর্ণতা,
হৃদয়ে করেছে গভীর ক্ষত।।
একটা তোমার অপূর্ণতা,
দীর্ঘকাল, আমায় রেখেছে একা;
একটা তোমার অপূর্ণতা,
টেনে দিয়েছে সীমান্তরেখা।।
2020-12-30