2.3/5 - (3 votes)

জানি একদিন ফিরে আসবে তুমি;
গ্রীষ্মের উত্তপ্ত রাস্তায় একফালি তপ্ত রোদ হয়ে, কিংবা
তীব্র শীতের রাতে এক বিন্দু শিশির হয়ে।
সদ্য জন্মানো শিশুর মতো দুটো চোখ, আর
ঘাসের মতো কোমল দুটো হাত নিয়ে;
আকাশের বুক থেকে তুলে নিবে প্রেম।
তারপর অপেক্ষা করবে রুক্ষ শীতের বিদায় অব্দি।

যখন বসন্ত নেমে আসবে পৃথিবীতে,
কোকিল উড়ে উড়ে কন্ঠে ছড়াবে মুগ্ধতা ;
তখন কুঁড়িয়ে নিবে কতক কৃষ্ণচূড়া।
অতঃপর কোন এক বিচ্ছেদের রাতে-
সকল অভিমান ভুলে, হাটু গেড়ে বসবে আমার সম্মুখে ;
হাতে নিয়ে জমানো কৃষ্ণচূড়া।
দুজন দু’জনার প্রেমে পড়ব সেদিন-
নতুন করে আবারো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments