কত কাল আর এই বিভীষিকায় আটকা পড়ে রব-
দুচোখ ভরে শুধু অমবস্যা দেখব।
এই অম্বর কাণনে আর কি পূর্ণিমা আসবে না,
হাতে নিয়ে আলোর মশাল।
আর কি কখনো দেখব না?
আটপৌরে রমণীর গ্রামের আলপথ ধরে হেঁটে চলা।।
বেলা অবেলায় বিহঙ্গের ডাক,
হলদে দুপুরে চিলের চঞ্চুর আঘাতে, আন্দোলিত জলের শব্দ;
আর কি শুনব না?
না কি এভাবেই বাকিটা দিন বয়ে যাবে-
ঘরের কোণে,
কাঁচের জানালায় সকাল আর সন্ধ্যা হওয়া দেখে।
শরীরের ব্যামো আর কত আটকে রাখবে এই বদ্ধ ঘরে?
নাকি একঘেয়েমির অবসন্নতা নিয়েই –
আমি অন্তিম নিঃশ্বাস ফেলব এই পৃথিবীর বুকে?
তা কেবল, আমার ঈশ্বরই জানেন।
2021-08-12