কেন এই অপেক্ষা তোমার? শত কোটি বৎসর ধরে;
কার জন্য অপেক্ষা তোমার? গোপনে মরছ খুড়েখুড়ে।
তুমি কী চেনো তারে? যে তোমার অশ্রুর কারণ;
তুমি কি কভু দেখেছ তারে? যার প্রেমে পড়া বারণ।
নাকি তুমি তারে ভালোবাসো অনুভবে?যার অস্তিত্ব বাস্তবে তোমায় করেনি স্পর্শ;
হৃদয়ে লালন কর তার মূর্তি,গোপনে অকপটে আঁকো তার দৃশ্য।।
নাকি ভালোবাসো তাকে মস্তিষ্ক দিয়ে? মননে মিশ্রিত যার স্মৃতি;
আগলে রাখো বুকের পাঁজরে, তাহার অমূল্য প্রীতি।।
সে ও কি তোমায় ভালোবাসে? হৃদয়ে তোমার ছবি আঁকে?
শিহরিত হয় কি তোমায় ভেবে? গোপনে প্রেমের সাত রঙ মেখে।
নাকি তার হৃদয়ে অন্য মুখ আঁকা? তোমার অগোচরে;
সে কি তোমার মতোই অন্যকে খুঁজে? মনের গোপন ঘরে।
গভীর রাতে ঘুম ভেঙে গেলে, সে কি তোমায় ভাবে মনে?
নাকি অন্যকে ভেবে দীর্ঘশ্বাস ফেলে, যামিনীর অন্তিম ক্ষণে?
নাহি যদি জানো তারে, নাহি তারে চেনো;
তবে কেন বাসো তারে এতো ভালো?
কেনো তারে আঁকড়ে ধরে, হৃদয়ে আগুন জ্বালো?
এ অপেক্ষা যে তোমার অনন্তকালের, সে কি তুমি জানো?