-
এতো এতো রঙিন আলো আমার আর ভালো লাগে না,
সখ্যতা গড়ে তুলেছি তাই আঁধারের সাথে।
সূর্যের আলো যেন ঝলসে দেয় আমার চোখ,
কত শত আলোক রশ্মি চেয়ে থাকে আমার দিকে।
বড্ড অসহ্য লাগে!
যেন কেউ আমাকে নজরবন্দী করে রাখতে চায়।
নিজেকে তাই আর জাহির করার কোন ইচ্ছে আমার নেই।
কত লোক দিনের আলোতে আপাত মস্তক কুটিয়ে দেখায় ব্যস্ত;
তাই বড্ড ভয় লাগে দিনের আলো!
আঁধারের সাথেই গড়ে তুলেছি সখ্যতা।
দেখল না কেউ, শুনল না কেউ দুঃখ সুখের গল্প;
আড়ালেই আমার প্রশান্তি।
কুটিয়ে দেখার কেউ নেই,
ভুলত্রুটি ধরার ও কেউ নেই।
ঘুটঘুটে অন্ধকার ছাড়া আমি সেখানে বড্ড একা;
তবুও ভালো আছি এই আলোর পৃথিবী ছেড়ে।
2021-01-28