সকাল হতেই মগডালে একঝাঁক পাখির আনাগোনা।
মৃত ঘাসফড়িং এর মতো করুন চোখ;
সংকীর্ণ ডানায় দেহের ভার –
উড়তে থাকে, বাসা বাধে নিপুণ শিল্পীর মতোই।
মানুষকে বিশ্বাস করেই ওদের অবাধ চলাফেরা।
তবে এ ও জানি!
কোন এক সকালে অথবা হলদে দুপুরে-
বিশ্বাসঘাতক শিকারীর জালে ওরা আটকা পড়বে।
তারপর অনেকক্ষণ করুণ চোখে শিকারীর দিকে চেয়ে থাকবে,
চোখের গতিবিধি পরখ করতে চাইবে।
অবশেষে,
নির্লিপ্ত শিকারীর মুখে, বিজয়ের উল্লাস দেখে;
রক্তাক্ত দেহে একরাশ বেদনা নিয়ে-
হিম কুঁয়াশায় ওরা হারিয়ে যাবে।
বিলুপ্ত হয়ে যাবে তালিপামের মতোই।
তবে এ ও জানি!
একদা অভিশপ্ত হয়ে উঠবে, শিকারীর জীবন-
অন্তরীক্ষে হবে রক্তক্ষরণ ;
অনুশোচনার আগুনে পুড়তে থাকবে-
তবু অভিশাপ পিছু ছাড়বে না।
কোন এক বিশ্বাসঘাতক প্রেমিকাও ঠিক এমনই;
প্রেমিকের হৃদয়ে ব্যথা দিয়ে-
নিজেকে নেপোলিয়ন ভেবেছিল।
ভেবেছিল পৃথিবীর সবচেয়ে সুখি মানুষী।
অথচ আজ তার হৃদয়ে রক্তক্ষরণ ;
পরাজিত যুদ্ধার চেয়েও করুণ তার অবস্থান।