পুরাতন গেল নতুনের খাতায়
পিছু ফেলে কিছু স্মৃতি,
আটকে রয়েছি আমিও আজ সেখানে ,
যদি না বেঁচে উঠি ।।
সেদিন ও ছিলে তুমি অন্য কারোর
মুখে মুখোশের আড়াল,
আজও আমি ছিঁড়তে পারিনি
সেই তোমার মায়ার বেড়াজাল ।।
চার দেওয়ালে শুধু আজ
নগ্ন শরীরের খেলা,
দেওয়াল গুলোতে আজ নোনা ধরেছে
হাসে শুধু চারবেলা।।
2021-05-06