শান্ত তুমি আজ তবে
ক্ষান্ত আমার শব্দ ,
বলবো না আর কোনো দিনও
খুব হয়েছি জব্দ।।
সেদিন ও ছিল ভুল আমার
জোর করে থাকা ,
মন তো…
বোঝাবো কী করে বলো ?
তবে আজ জানি …
আমি একা ।।
মাথা পেতে নিলাম প্রিয়
তোমার সব কথা ,
করব না আর জ্বালাতন
দেব না আর ব্যাথা ।।
যদি হই অন্য কারোর
ছিলাম না আমি তোমারও ।।
তাও যদি থেকে যেতে বলো
শক্ত করে হাত দুটো ধরো
সেদিন দেখবে বাইরে না শুধু
ভেতরে ও ঝড় উঠবে বড় ।।
সেদিন আমিও বলবো
আজ জানেকি জীদ না করো…
2021-06-04