Review This Poem

অনেক কথা ঊঁকি মারে
মনের মাঝে সারাক্ষণ,
একা একা যায় না বলা –
না পায় সঙ্গি যতক্ষন।

চোখাচোখি বিষয় নয়
সম্ভাষণেই হয় পরিচয়,
প্রথম দেখায় ভাবের উদয়-
কথার জালেই হৃদয় জয়।

পরস্পরেই কথা বলি –
ভাব পরিচয় চালাচালি,
পেটের ভিতর না বলা কথা-
সঙ্গী হীনে রইল তথা।

সরলতায় গোপন কথা
বলতে মানা যথা তথা,
যে বলিলে হৃদয় খুলে-
ডুবলে সে জন আপন ভূলে।

অপ্রিয় অনেক সত্য কথা
শুনলে লাগে বুকে ব্যাথা,
ক্ষনিক তরে নিলে স্বয়ে
শুধরে যাবে সচ্ছ হয়ে।

যত কথা এক জীবনে
জুড়ায় না মন বন্ধু বিনে,
বুকের সকল চাপা কথা
বলতে পারায় জায় গো ব্যাথা।

ঠোঁটের মাঝে দাঁতের দেয়াল
কথা বলায় রাখতে খেয়াল,
মানবে চলে বলতে কথা-
মানুষ যেন না পায় ব্যাথা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments