1.5/5 - (2 votes)

সুন্দর তুমি- কুলশিত আমি,
দেখিনি তোমারও রূপ রুপালী
নিদর্শনে। আবেগী আমি অভিমানী
তুমি, আত্ননিন্দায় আমি সমালোচনায়
বিভোর তুমি, ভালোবাসায় আমি
ঘৃণায় তুমি- তবুও ভালোবাসি আমি।
এ সম্পর্কের সন্মানে আমি-
অশ্লীলতায় তুমি! হারিয়েছি
আমি- ভোগ করেছো তুমি,
বিরহে বাঁচি আমি- উল্লাসে
অজস্র বার ভালো থাকো
যেনো তুমি !

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments