কোথায় হারালাম তোমায়,
হাজার প্রেমিকের মনে।
না কোন অসঙ্গত কারণে
যেথায় বিরাজ করো।
তাতে কি বা আসে,
তুমি আছো এ হৃদয়ে।
তুমি পুষ্প ন্যায় কেনো?
হাজার ভোমর খুঁজে
বেড়ায় দিগন্তের পথ
পারি জামায় পেতে
তোমার সন্ধান।
তুমি বিদিত কেনো?
ভয় হয় এই হারালাম যেন,
প্রাপ্তির কিছু ছিলো না।
বাধিতে চেয়েছিলাম
নদীর তটে তোমায় নিয়ে
বাসা আজ ধূলিসাৎ
হলো নদীর বুকে ঠাসা।।
2023-12-17