প্রিয়তম হে নবীন শিখায়,
প্রেমের লুপ্ত আলো জ্বালাও।
যে আলোর শিখায় প্রেমের
প্রদীপ প্রজ্জ্বলিত হবে,
হৃদয়ের মন্দিরে।
যেখানে তুমি
এক মাত্র দেবী,
আমি তোমার পূজারী মাত্র।।
প্রিয়তম হে জ্বালাও আলোর দিশা
ছড়িয়ে দাও, আলোকিত হোক বিশ্ব,
যেন নৈরাশার ভ্রম প্রশমিত হোক।
হে দেবী পুনরূজ্জীবিত করো
মর্মে মৃত প্রেমের শিখা।।
যে আলো ছড়িয়ে দিবো
বিশ্ব মাঝে মোরা।
2023-12-17